একজন মুসলিম হিসেবে প্রতিদিন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয়। পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ ছাড়াও সুন্নত এবং নকল নামাজ পড়ে থাকি। কিন্তু খেয়াল করে দেখবেন আপনার নির্দিষ্ট কয়েকটি টি সূরা দিয়ে এই সব নামাজ পড়ছেন।অথচ পবিত্র কোরআনের প্রত্যেকটি সূরার নিজস্ব কিছু বৈশিষ্ট্য এবং রয়েছে একটু সচেতনতার অভাবে আমরা সূরা গুলো পড়ি না। অনেক সময় মুখস্থ না থাকায় চাইলেও ভিন্ন সূরা পড়া আমাদের পক্ষে সম্ভব হয় না অথচ কুরআন শরীফ এমন অনেক সুরা আছে সেগুলো ছোট এবং মুখস্থ করা অনেক সহজ।তাই আপনাদের জন্য নামাজে পড়ার সহজ সূরা সমূহ নিয়ে এই অ্যাপ্লিকেশনটি । প্রত্যেক টি সূরা বাংলা উচ্চারণ এবং অর্থ সাথে দেয়ার চেষ্টা করব যাতে মুখস্থ করতে সহজ হয়। আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি আপনার সোনামণিকে খুব সহজেই নামাজের সূরা সমূহ শিখাতে পারবেন । বাংলা সূরার বই থেকে এইসব বাংলা সূরা সমূহ সংগ্রহ করে অ্যাপটি বানানো হয়ছে ।আমাদের এই অ্যাপটি ভাল লাগলে ৫* দিতে ভুলবেন না। আর অবশই অ্যাপটি আপনার বন্ধুদের সাথে অ্যাপটি শেয়ার করুন।